পকেট রাউটার কিভাবে কাজ করে বিস্তারিত জানুন
পকেট রাউটার কিভাবে কাজ করে এই বিষয়ে অনেকেই জানেন না। পকেট রাউটার সাধারণত পকেটে করে নিয়ে যে কোনো স্থানে স্বাচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করা যায়। পকেট রাউটার দেখতে অনেকটাই ইন্টারনেট মডেম এর মতো ছোট।
আজকের এই পোস্টের মাধ্যমে পকেট রাউটার কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পকেট রাউটারে মডেম ইনপুট এর মাধ্যমে ইন্টারনেট চালাতে হয়। সাধারণত পকেট রাউটারে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট সেবা নিতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ পকেট রাউটার কিভাবে কাজ করে
পকেট রাউটার কিভাবে কাজ করে
বর্তমান যুগে পৃথিবীর সমস্ত জায়গায় ইন্টারনেটের ব্যবহার খুবই জনপ্রিয়তা
পেয়েছে। বর্তমান যুগ যে কোনো কাজেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আর
এই প্রযুক্তিকে খাপ খাওয়াতে গিয়ে সমস্ত কিছু ইন্টারনেটের উপর
নির্ভর হচ্ছে। ক্রমাগত প্রযুক্তি অনেক উন্নত হচ্ছে। বর্তমানে
দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে বিনোদন সহ আরো নানান বিষয়ে সবসময় আমাদের
ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে। যে কোনো কিছু জানার জন্য আমরা সবাই গুগলে সার্চ
করি অথবা ইউটিউবে ভিডিও দেখে ধারণা নিয়ে থাকি বা তথ্য নেই।
তবে, ইউটিউবে এবং গুগলে সার্চ করার জন্য ইন্টারনেটের প্রয়োজন
হয়। কিন্তু সব সময় আমাদের কাছে ইন্টারনেট সংযোগ থাকে না। সাধারণত
কোথাও গেলে অথবা যাত্রা পথে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। এই সময়ে
আমাদের একটি সাশ্রয়ী ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়ে। তাছাড়াও
বাইরে কোথাও গেলে ইন্টারনেটের অধিক বিল এবং বাড়তি খরচ হয়ে
যায়। এই খরচের পরিমাণটা কমানোর জন্য পকেট রাউটার অন্যতম
গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
পকেট রাউটার হচ্ছে ওয়াইফাই রাউটারের ছোট ভার্সন। ওয়াইফাই রাউটারের মতোই
ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে এই পকেট রাউটারে। পকেট রাউটারের সবথেকে
বড় সুবিধা হচ্ছে যেখানে সেখানে এবং যেকোনো জায়গায় ইন্টারনেট সুবিধা
পাওয়া যায়। ওজনে হালকা এবং আকারে ছোট হওয়ার জন্য যে কোনো
জায়গায় বহন করতে কোনো সমস্যা হয় না।আবার আপনি চাইলে, পকেট রাউটারে
পাসওয়ার্ড দিতে পারেন। এতে করে আপনার পকেট রাউটার সুরক্ষিত
থাকবে।পকেট রাউটার একসাথে একাধিক মানুষ চালাতে পারবে। ৩০ থেকে ৫০ ফুট
ব্যাসার্ধের মধ্যে ১০ জন একসাথে ইন্টারনেট সংযুক্ত করে চালাতে পারবেন।
পকেট রাউটার কেন ব্যবহার করবেন
আপনি যখন ঘুরতে বের হবেন, তখন আপনি চাইলে পকেট রাউটারের মাধ্যমে
ইন্টারনেট সংযোগ করে চালাতে পারবেন যে কোনো জায়গা থেকে। এতে করে আপনার
সাথে আরও ১০ থেকে ১২ জন এই ইন্টারনেট সুবিধাটি নিতে পারবে। অনেক
জায়গায় ইন্টারনেট সংযোগ থাকলেও সব জায়গায় ইন্টারনেট ব্যবস্থা নিরাপদ থাকে
না। আপনার কাছে যদি পকেট রাউটার থাকে তাহলে, নিশ্চিন্তে সবাই
মিলে একসাথে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন। পকেট রাউটার আকারে ছোট
হওয়ার কারণে, যেকোনো জায়গায় সহজে বহন করা যায়।
তবে আপনাকে খেয়াল রাখতে হবে, পকেট রাউটারে ব্যবহৃত সিম যেন আনলক থাকে এবং
ডাটা রেট যেন ভালো হয়।আপনি পকেট রাউটারের মাধ্যমে যেখানে সেখানে
ইন্টারনেট সুবিধা পেয়ে যাবেন খুব সহজেই। এটি আকারে ছোট হওয়ার কারণে পকেটে
করেও বহন করা যায়। যার ফলের নাম হচ্ছে পকেট রাউটার। এটি বাসা বাড়ির
ওয়াইফাই রাউটারের মতোই কাজ করে। তবে, বাসা বাড়ির ওয়াইফাই
রাউটার কোথাও নিয়ে যাওয়া যায় না, নির্দিষ্ট স্থানে ইন্টারনেট সুবিধা নিতে
হয়।আর পকেট রাউটারের মাধ্যমে যেকোনো জায়গা থেকে ইন্টারনেট সুবিধা নিতে
পারবেন।
পকেট রাউটারের মাসিক খরচ কত
পকেট রাউটার ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। পকেট রাউটারের সুবিধা অনেক
বেশি তবে দাম তুলনামূলক অনেকটাই কম এবং দাম কম হওয়ার ফলে অনেকেই পকেট রাউটার
ব্যবহার করতে চান। তবে, অনেকের মনে প্রশ্ন থাকে পকেট রাউটারের
মাসিক খরচ কত? তো চলুন পকেট রাউটারের মাসিক খরচ কত এই বিষয় নিয়ে
আলোচনা করা যাক- সাধারণত পকেট রাউটার মোবাইলের সিম কার্ড দিয়ে ব্যবহার
করতে হয়।
পকেট রাউটারে মাসিক কত খরচ হবে তা নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের
উপর। আপনি পকেট রাউটার যেভাবে ব্যবহার করবেন এবং যে কয়জন মিলে
ব্যবহার করুন তার উপর ভিত্তি করে খরচের পরিমাণ নির্ধারিত হবে। বর্তমানে
পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে সর্বনিম্ন ৫২৫ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নিয়ে
থাকে। আপনি যদি বাসার ওয়াইফাই রাউটারের সাথে পকেট রাউটারের মাসিক খরচ হিসাব
করতে চান তাহলে পকেট রাউটারের খরচ কেমন হবে? চলুন আলোচনা করা
যাক-
মনে করেন, আপনি নিজে একাই একজন পকেট ব্যবহার করছেন। সে ক্ষেত্রে প্রতি
মাসে আপনি খরচ করেন ৫০০ টাকা পরিমাণের ইন্টারনেট। আবার আপনার সাথে আরো ১০ জন
ব্যক্তি যদি একসাথে ব্যবহার করে থাকেন তাহলে, মাসিক খরচ দশ গুণ
হবে। যেমন- ৫০০ X ১০ = ৫০০০ টাকা। পকেট রাউটারের নির্ভর
করবে, আপনার ব্যবহারের উপর। আপনি যেমন ব্যবহার করবেন সেই অনুযায়ী পকেট
রাউটারের মাসিক খরচ নির্ধারিত হবে।
পকেট রাউটার কেনার ক্ষেত্রে লক্ষ্যণীয় বিষয়
পকেট রাউটার সাধারণত কোনো কোনো ক্ষেত্রে ছোট আকারের হয় আবার বড় আকারের
হয়। পকেট রাউটার কেনার ক্ষেত্রে সব সময় ছোট আকারের কেনাটাই সবচেয়ে
সুবিধা জনক। কিছু কিছু রাউটার রয়েছে যেগুলো শুধুমাত্র ইন্টারনেট সংযোগ
ট্রান্সফার করে আবার কিছু কিছু রাউটার একটু উন্নত এবং বিশেষ বৈশিষ্ট্য
সম্পূর্ণ। বেশ কিছু রাউটারের সাথে পাওয়ার ব্যাংক থাকে যা রাউটার চার্জ করার
জন্য এবং রাউটারগুলো এসএসএস রিসিভ এবং সেন্ড করতে পারে। সব
ধরনের পকেট রাউটারে হটস্পট এর মতো ওয়াইফাই সংযোগ থাকে। কিছু
কিছু পকেট রাউটারের ক্ষেত্রে ইউএসবি দিয়ে ল্যাপটপের সাথে কানেক্ট করতে
হয়।
রেঞ্জের উপর এবং স্পিডের উপর পকেট রাউটারের মূল্য নির্ভর করে। আপনি যদি
নিজের জন্য ব্যবহার করতে চান তাহলে পকেট রাউটার খুবই সুবিধাজনক।
সাধারণত মার্কেটে থ্রিজি, ফোরজি এবং ফোর জি প্লাস এই সমস্ত রাউটার গুলো
পাওয়া যায়। পকেট রাউটারের মধ্যে আপনি যে কোন সিম ব্যবহার করতে পারবেন
এমন স্বাধীনতা থাকতে হবে এবং অবশ্যই পকেট রাউটার আনলকড হতে হবে। আবার আপনি
যদি অন্য কোনো দেশে যান, সেই দেশের সিম ব্যবহার করতে পারবেন এমন স্বাধীনতা
থাকতে হবে। এতে করে আপনার খরচ অনেকটাই সাশ্রয়ী হবে।
পকেট রাউটারের সুবিধা সম্পর্কে জানুন
পকেট রাউটার হচ্ছে ইন্টারনেট সংযুক্তকারী এক ধরনের ডিভাইস। বর্তমানে পকেট
রাউটার পুরো বিশ্বে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে। পকেট রাউটার ব্যবহার
করে যেখানে সেখানে এবং যে কোন জায়গায় ইন্টারনেট সুবিধা পাওয়া
যায়। সাধারণত আকারে ছোট হওয়ার কারণে যেখানে সেখানে পকেট রাউটার ব্যবহার
করা যায়। পকেট রাউটার ব্যবহার করে যে কোনো স্থানে ইন্টারনেট সুবিধা
নেওয়া যাবে এবং প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করা যাবে।
আবার আপনি চাইলে একসাথে ১০ থেকে ১২ জন ইন্টারনেট সুবিধা নিতে পারবেন পকেট রাউটার
মাধ্যমে। প্রয়োজনীয় বিভিন্ন কাজের গ্রুপ মিটিং করে নিতে পারবেন খুব
সহজে। সাধারণত পাবলিক ওয়াইফাই রাউটারের থেকে পকেট রাউটার অনেকটাই
শক্তিশালী নিরাপত্তা প্রদান করে। পকেট রাউটার হচ্ছে ব্যক্তিগত ওয়াইফাই
নেটওয়ার্ক যার মাধ্যমে আপনি আপনার ডিভাইস থেকে নিজস্ব শক্তিশালী পাসওয়ার্ড
যুক্ত করতে পারবেন। অন্যান্য পাবলিক ওয়াইফাই রাউটারের থেকে পকেট রাউটারের
স্পিড অনেকটাই বেশি। খুব সহজেই স্বাচ্ছন্দে ইন্টারনেট রিলেটেড কাজগুলো
সম্পন্ন করা যায়।
পকেট রাউটার মডেলের দাম সম্পর্কে জানুন
পকেট রাউটারের মডেল | দাম |
---|---|
Tp-Link M7200 LTE | ৬২৫০ টাকা |
OLAX MF982 4G | ৩৩৫০ টাকা |
Huawei Airtel E5573Cs-609 4G | ৩৭৪০ টাকা |
Jio WD 680+ LTE | ১৮৫৫ টাকা |
JioFi MF 800 4G | ২৫৫৫ টাকা |
Olax MF980VS 4G | ৩২৪০ টাকা |
LTE MF925 4G | ২৯৫০ টাকা |
Huawei E5573Cs-322 4G | ২৯৫০ টাকা |
Huawei E5576-606 4G | ৪৩৯৯ টাকা |
Huawei Mobile WiFi 3s | ৪৩৯৯ টাকা |
পকেট রাউটার কিভাবে কাজ করে-শেষ কথা
পকেট রাউটার কিভাবে কাজ করে ইউটিউবে এবং গুগলে সার্চ করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়। কিন্তু সব সময় আমাদের কাছে ইন্টারনেট সংযোগ থাকে না। সাধারণত কোথাও গেলে অথবা যাত্রা পথে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। এই সময়ে আমাদের একটি সাশ্রয়ী ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়ে। তাছাড়াও বাইরে কোথাও গেলে ইন্টারনেটের অধিক বিল এবং বাড়তি খরচ হয়ে যায়। এই খরচের পরিমাণটা কমানোর জন্য পকেট রাউটার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
পকেট রাউটার হচ্ছে ওয়াইফাই রাউটারের ছোট ভার্সন। ওয়াইফাই রাউটারের মতোই ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে এই পকেট রাউটারে। পকেট রাউটার কিভাবে কাজ করে? পকেট রাউটারের মাধ্যমে যেখানে সেখানে এবং যেকোনো জায়গায় ইন্টারনেট সুবিধা পাওয়া যায়। ওজনে হালকা এবং আকারে ছোট হওয়ার জন্য যে কোনো জায়গায় বহন করতে কোনো সমস্যা হয় না। আবার আপনি চাইলে, পকেট রাউটারে পাসওয়ার্ড দিতে পারেন। এতে করে আপনার পকেট রাউটার সুরক্ষিত থাকবে। পকেট রাউটার একসাথে একাধিক মানুষ চালাতে পারবে। ৩০ থেকে ৫০ ফুট ব্যাসার্ধের মধ্যে ১০ জন একসাথে ইন্টারনেট সংযুক্ত করে চালাতে পারবেন।
আপনি দুর্দান্ত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url